কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলা মাসিক এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে। কেশবপুর এনজিও কর্মকর্তাদের নিয়ে ৩ জুন সোমবার বিকেল ৩ টায় এই মিটিং শুরু হয়। এনজিও সমন্বয় পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠান টি সঞ্চলনা করেন দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার এনজিও পরিচালক মোঃ হারুনার রশীদ , অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
ওয়ার্ডের পরিচালক সৈয়দ আকমল আলী , প্রতি মাসের ন্যায় এনজিও কার্যক্রম উপস্থাপন করেন সমাধান এনজিও । অনুষ্ঠানে সমাধান এনজিও উপপরিচালক শফিউল ইসলামের উপস্থাপনায় প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। যেমন ঋন কর্মসূচি, স্বাস্থ্য শিক্ষা ও পুষ্টি কার্যক্রম, প্রবীণ কর্মসুচি, কৈশোর কর্মসূচি, গাভী পালন কর্মসূচি, স্বাস্থ্যসেবা কার্যক্রম, কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম ইত্যাদির উপর অনুষ্ঠানে সকলের দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে সৈয়দ আকমল আলী বলেন কেশবপুর সকল এনজিও কর্মকর্তাগনের সাথে নিয়ে কাজ করলে কেশবপুরের উন্নয়ন সম্ভব । উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ হারুনার রশীদ , সমাধান এনজিও সিনিয়র ম্যানেজার মুনছুর আলী , ব্রাক এনজিও এরিয়া ম্যানেজার মোঃ রবিউল ইসলাম, ওয়ার্ডের পরিচালকাদুজ্জামান এসো বাঁচতে শিখি, আব্দুল্লাহ -নুর-আল আহসান, সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, এস আর যুব ও সমাজ কল্যাণ সংস্থার পরিচালক গোলাম কিবরিয়া, মায়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক মোঃ মিলন হোসেন, কামরুজ্জামান রাজু ফিল্ড অফিসার ভাব, পল্লী মঙ্গল কর্মসূচির বুলবুল ইসলাম, উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেশবপুর এনজিও কর্মকর্তা গন, সুপিয়া পারভীন, মনিরা খানম, সবুরোন নেছা, মোসলেম উদ্দিন, মোঃ মোসলেম উদ্দিন মানব উন্নয়ন সংস্থা
মনিরা খানম জীবিকা নারী উন্নয়ন সংস্থা, বিপ্লব কুমার পাল এনডিও ম্যানেজার প্রমুখ।
কেশবপুরে মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত

Leave a comment