কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এঘটনায় ৪ জনকে আসামী করে কেশবপুর থানায় অভিযোগ করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বসুস্তিয়া গ্রামের মৃত গহর আলী মৌলঙ্গীর ছেলে কওছার আলী মৌলঙ্গীর বসতবাড়ির ১৩ শতক জমি নিয়ে ২ বছর ধরে বিরোধ চলে আসছে। একই গ্রামের
মোঃ ইসরাফিল (২০), পিতা- মোঃ ওলিয়ার মৌলঙ্গী, ২। মোঃ কালাম মৌলঙ্গী (৫০), ৩। মোঃ সালাম মৌলঙ্গী (৩৫), ৪। মোঃ জলিল মৌলঙ্গী (৪৫), সর্ব পিতা- মোঃ ছাকো মৌলঙ্গী, গ্রাম- বসুস্তিয়া, ডাকঘর- মঙ্গলকোট, ৫নং মঙ্গলকোট ইউনিয়ন, থানা- কেশবপুর, জেলা- যশোর।
জলিল মৌলঙ্গী, সালাম মৌলঙ্গী ও কালাম মৌলঙ্গীর সাথে বিরোধের জের ধরে গত ৭ মার্চ বেলা ১১টার সময় জলিল মৌলঙ্গী, সালাম মৌলঙ্গীর নেতৃত্বে ১০/১২ জন লাঠিসোটা নিয়ে কওছার আলী মৌলঙ্গীর বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে কওছার আলী মৌলঙ্গীকে মারপ্রিট করতে থাকে। এসময় তাকে উদ্ধার করতে গেলে নাজমুন্নাহার সুমি, তাবাসসুম, মারজিয়াকে এলোপাতাড়িভারে পিটিয়ে আহত করে। এলাকাবাসি তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় কওছার আলী মৌলঙ্গী বাদি হয়ে ইসরাফিল, কালাম মৌলঙ্গী, সালাম মৌলঙ্গী ও জলিল মৌলঙ্গীকে আসামী করে ৭ এপ্রিল কেশবপুর থানায় অভিযোগ করে।
এ ব্যাপারে নাজমুন্নাহার সুমি বলেন, থানায় অভিযোগ দেয়ার পর থেকে তারা আমাদের নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। বিভিন্ন মিথ্যা মালায় জড়িয়ে হয়রানি করারও হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে এসআই গোরাচাঁদ জানান, থানায় অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। কেশবপুর থানায় অভিযোগ করায় প্রতিপক্ষ জানতে পেরে অভিযোগ তুলে দেওয়ার জন্য হুমকি দিচ্ছে যেকোনো মুহূর্তে মারধর ধর্ষণ সহ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বাধ্য হয়ে কেশবপুর নিউজ ক্লাবে সম্মেলন করে এসপি সাহেবের কাছে ন্যায় বিচার দাবি করেন ।
কেশবপুরে হামলার ঘটনায় সাংবাদ সম্মেলন

Leave a comment