খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসন ১০ এর কাউন্সিলর লুৎফুন নেছা লুৎফা বৃহস্পতিবার সকালে ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার বাদ জোহর নগরীর শহীদ হাদিস পার্কে মরহুমার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, আওয়ামী লীগ মহানগর শাখার সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানাসহ কেসিসি’র প্যানেল মেয়র, কাউন্সিলর, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীগণ জানাযায় অংশগ্রহণ করেন। পরে মরহুমাকে নগরীর টুটপাড়া কবর স্থানে দাফন করা হয়।
সংরক্ষিত আসনের কাউন্সিলর লুৎফুন নেছা লুৎফার ইন্তেকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় সিটি মেয়র বলেন, লুৎফুন নেছা লুৎফা ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একজন অগ্রসৈনিক। নির্লোভ ও নিরহংকার এই মানুষটি দীর্ঘদিন খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকার দায়িত্ব পালন করেন এবং দলকে সুসংগঠিত করার জন্য নিবেদিত হয়ে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে আমরা একজন আদর্শ সহকর্মীকে হারিয়েছি বলে তিনি উল্লেখ করেন। সিটি মেয়র মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।
এছাড়া লুৎফুন নেছা লুৎফার ইন্তেকালে কেসিসি’র প্যানেল মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণও গভীর শোক প্রকাশ করেছেন। এক যৌথ শোক বার্তায় তারা মরহুমার শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
\ আওয়ামী লীগের শোক \
জানাযা শেষে শহীদ হাদিস পার্কে কাউন্সিলর লুৎফুন্নেচ্ছা লুৎফাকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন খুলনা সিটি কর্পোরেশন, আওয়ামী লীগ খুলনা মহানগর শাখা, মহিলা আওয়ামী লীগ খুলনা মহানগর শাখা, যুবলীগ মহানগর শাখা, শ্রমিকলীগ মহানগর শাখা, স্বেচ্ছাসেবক লীগ খুলনা মহানগর শাখাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন। এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, আওয়ামী লীগ খুলনা মহানগর শাখা সাধারণ সম্পদক এম ডি এ বাবুল রানা, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, আওয়ামী লীগ নেতা এ্যাড: কাজী বাদশা মিয়া, সরফুদ্দিন বিশ^াস বাচ্চু, কামরুজ্জামান জামাল, মহানগর বিএনপি সভাপতি ও কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপি’র সভাপতি এ্যাড: শফিকুল আলম মনা, বিএনপি নেতা শাহারুজ্জামান মোর্ত্তুজা, ইউসুফ হারুন মজনু, গিয়াস উদ্দিন বনি, আওয়ামী লীগ নেতা এ্যাড: আইয়ুব আলী শেখ, মো: মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, অধ্যা: আলমগীর কবীর, মো: জাহাঙ্গীর হোসেন খান, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মোকলেসুর রহমান বাবলু, হাফেজ মো: শামীম, মো: মফিদুল ইসলাম টুটুল, এ্যাড: মো: সাইফুল ইসলাম, একেএম সানাউল্লাহ নান্নু, কাউন্সিলর ফকির মো: সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, কাউন্সিলর কাজী আবুল কালাম আজাদ বিকু, এস এম আকিল উদ্দিন, মীর বরকত আলী, মো: সফিকুর রহমান পলাশ, শেখ মো: আবু হানিফ, চৌধুরী রায়হান ফরিদ, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, জিয়াউল ইসলাম মন্টু, আব্দুল হাই পলাশ, এ্যাড: শামীম মোশাররফ, এ্যাড: শেখ ফারুক হোসেন, মো: শিহাব উদ্দিন, ওয়াহিদু ইসলাম পলাশ, কাজী কামাল হোসেন, আব্দুল কাদের শেখ, মো: তাজুল ইসলাম, অভিজিৎ চক্রবর্তী দেবু, এ্যাড: আল আমিন উকিল, জামিল খান, আলমগীর সরদার, মোনতেজ উদ্দিন চান, কাউন্সিলর আনিসুর রহমান বিশ^াষ, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, কাউন্সিলর মো: সাইফুল ইসলাম, কাউন্সিলর মো: আব্দুস সালাম, কাউন্সিলর মো: কবির হোসেন কবু মোল্লা, কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহেম্মদ প্রিন্স, কাউন্সিলর মো: সুলতান মাহমুদ, কাউন্সিলর মো: ডালিম হাওলাদার, কাউন্সিলর এমডি মাহফুজুর রহমান লিটন, কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, কাউন্সিলর মো: মনিরুজ্জামান, কাউন্সিলর এস এম খুরশিদ আহমেদ টোনা, কাউন্সিলর মো: হাফিজুর রহমান, কাউন্সিলর আশফাকুর রহমান কাকন, কাউন্সিলর আলহাজ্ব ইমাম হাসান চৌধুরী ময়না, কাউন্সিলর মো: আরিফ হোসেন মিঠু, সোনালী ব্যাংক সিবিএ সাধারণ সম্পাদক বাবুল হোসেন, মাসুদুর রহমান, ছাত্রলীগ নেতা ইফতিয়ার উদ্দিন মোল্লা, মাহমুদুর রহমান রাজেস, আলী হোসেন, অনি, বদরুজ্জামান বদরু, কেএম শাহীন হাসান, কাজী নজরুল ইসলাম, কেএম চঞ্চল, নজু মল্লিক, সফিকুল ইসলাম বুলবুল, মিজানুর রহমান মতিন, হাসান চান, রফিকুল ইসলাম ডাবলু, গোলাম হায়দার বুলবুল, একরামুল হক মিলন, কাজী আমজাদ হোসেন টিপু, এস কে হাসিব, মাওলানা মহিবুর রহমান, রিপন সরদার, শাহীন হোসেন, আব্দুল খায়ের, কামাল সহ নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের সংরক্ষিত-১০ আসনের কাউন্সিলর লুৎফুন্নেচ্ছা লুৎফার মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, আওয়ামী লীগ খুলনা মহানগর শাখা সাধারণ সম্পদক এম ডি এ বাবুল রানা, আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড: সুজিত কুমার অধিকারী।
\ শেখ হেলাল উদ্দিন \
খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের সংরক্ষিত-১০ আসনের কাউন্সিলর লুৎফুন্নেচ্ছা লুৎফার মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, বাগেরহাট-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।
\ সেখ সালাউদ্দিন জুয়েল \
খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের সংরক্ষিত-১০ আসনের কাউন্সিলর লুৎফুন্নেচ্ছা লুৎফার মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল।
\ এস এম কামাল হোসেন \
খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের সংরক্ষিত-১০ আসনের কাউন্সিলর লুৎফুন্নেচ্ছা লুৎফার মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
\ নগর যুবলীগের দোয়া \
বৃহস্পতিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া অুনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মহানগর শাখার সভাপতি ও খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। যুবলীগ খুলনা মহানগর শাখার আহবায়ক সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও যুবলীগ মহানগর শাখার সদস্য এস এম হাফিজুর রহমান হাফিজের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ খুলনা মহানগর শাখা নেতা জাহাঙ্গীর আলম খান, জামাল উদ্দিন বাচ্চু, মো: মফিদুল ইসলাম টুটুল, আকিল উদ্দিন, মহানগর যুবলীগ নেতা রোজী ইসলাম নদী, কামরুল ইসলাম, আব্দুল কাদের শেখ, এ্যাড: আল-আমিন উকিল, আবুল হোসেন, কাজী কামাল হোসেন, নজরুল ইসলাম দুলু, মোহাম্মদ আলী, অভিজিৎ চক্রবর্তী দেবু, তাজুল ইসলাম, জুয়েল হাসান দিপু, মোস্তফা শিকদার, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, কে এম শাহীন হাসান, মো: রাশেদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন মিলন, আরিফুর রহমান আরিফ, রবিউল ইসলাম লিটন, জাকির হোসেন, হাসান শেখ, মুক্তা সরদার, কাঞ্চন শিকদার, সোহাগ দেওয়ান, বাদল সিপাহী, হারুনুর রশিদ, আনিসুর রহমান, মোশরফ হোসেন, ইব্রাহিম আহমেদ, রকিবুল হাসান, জামিল আহমেদ সোহাগ, জিহাদুর রহমান জিহাদ, মহিদুল ইসলাম শান্ত, মহানগর ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, রনবীর বাড়ৈ সজল, মাহামুদুল হাসান শাওন, জব্বার আলী হিরা, ঝলক বিশ^াস, জহির আব্বাস, এস এম সাঈদুজ্জামান, শেখ সাকিব, মাহামুদুর রহমান রাজেশ, এম এ হোসেন সবুজ, নিশাত ফেরদৌস অনি সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
\ যুবলীগ ও ছাত্রলীগের শোক \
মরহুমার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন যুবলীগ মহানগর শাখা ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। বিবৃতিদাতার হলেন যুবলীগ খুলনা মহানগর শাখার আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুবলীগ মহানগর শাখার যুগ্ম আহবায়ক ও মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।