মোংলা প্রতিনিধি
বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন (মংলা) কর্তৃক ১ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো মো: আনার আলী গাজীর ছেলে মো: ইব্রাহীম গাজী(২৪), বিশ্বনাথ গায়েলের ছেলে দীপস্কর গায়েল(১৮), মো: শফিকুল গাজীর ছেলে মো: হাবিবুল্লাহ গাজী (২২) ও মো: আব্দুর রশিদ এর ছেলে মো: মোখলেছুর রহমান(৩৮)। এরা সকলেই সাতক্ষীরা জেলার বাসিন্দা।
শনিবার দুপুরে দেওয়া এক প্রেস বিঙ্গপ্তিতে বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ সেপ্টেম্বর আনুমানকি ৪টায় কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যমনগর থানার অন্তর্গত মানিকখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
জব্দকৃত গাঁজা ও গ্রেফতারকৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যমনগর থানায় হস্তান্তর করা হয়েছে।