খানজাহান আলী থানা প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খানজাহান আলী থানা কৃষক লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাগরিব বাদ শিরোমনি দলীয় কর্যালয়ে কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান। কর্মীসভায় প্রধান বক্তা ছিলেন মহানগর কৃষক লীগের সদস্য সচিব অধ্যাপক এ বি এম আদেল মুকুল। বিশেষ বক্তা ছিলেন ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী জাকারিয়া রিপন, খ.ম লিয়াকত আলী, কাজী আজাদুর রহমান হিরক, মোল্যা মো. সেলিম, বিপ্লব হোসেন, মো. মফিজুর রহমান। মহানগর কৃষক লীগের আহবায়ক এ্যাড. এ কে এম শাহজাহান কচির সভাপতিত্বে এবং মহানগর কৃষক লীগের সদস্য মো. রেজওয়ান আকুঞ্জি রাজা ও আবু নাঈমের সঞ্চালনায় কর্মীসভায় বক্তৃতা করেন মো. মফিজুর রহমান, কাঞ্চন ব্যপারী, জাহাঙ্গীর হোসেন, আব্দুল মান্নানসহ কৃষকলীগের মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। কর্মীসভায় খানজাহান আলী থানা ও ওয়ার্ড কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিল।