খানজাহান আলী থানা প্রতিনিধি : বিএনপি জামায়াত ও তাদের সহযোগি সংগঠন জঙ্গী হামলা চালিয়ে রাষ্ট্রিয় গুরুত্বপুর্ণ দপ্তর ও স্থাপনা ধ্বংশ এবং দেশব্যাপি নৈরাজ্যের প্রতিবাদে খানজাহান আলী থানা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ আগস্ট শনিবার আছরবাদ ৬নং যোগিপোল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কুয়েট রোর্ড, ফুলবাড়ীগেট আওয়ামী লীগ দলীয় কার্যালয় হয়ে খুলনা যশোর মহাসড়কের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কুয়েট রোর্ড ইজিবাইক স্টান্ডে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক ও যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন খানজাহান আলী থানা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ইউসুফ আলী খলিফা, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার মনিরুল ইসলাম, থানা আওয়ামী লীগ নেতা সুরুজ্জামান হানিফ, এফ এম জাহিদ হাসান জাকির, খুলনা জেলা পরিষদ সদস্য ও থানা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাবু, কেসিসি ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, তরিকুজ্জামান মনির, শ্রমিকলীগ নেতা বায়জিদ সরদার। এ সময় আ’লীগ নেতা আবু হেনা বাবলু, শেখ আলামিন হোসেন, ইউপি সদস্য শেখ আমজাদ হোসেন, শাহ হাফিজুর রহমান, ইউপি সদস্য মনির হোসেন, ইউপি সদস্য রফিকুল ইসলাম, শ্রমিক নেতা রবিউল ইসলাম, মাষ্টার জুয়েল, তৈয়বুর রহমান লিটন, যুবলীগ নেতা মশিউর রহমান রুবেল, নাহিদ, শেখ রাসেল, আসাদুজ্জামান সোহেল, ইমরান মীর, আলামিন, বাপ্পি, হারান, রেজাউল, ছাত্রলীগ নেতা মো. ফয়সাল আহমেদ, তোহা হাওলাদার রানা, রাজু, রিফাত, সাকিল, সাকিব, সাজিত, ইব্রাহিম, আলামিন, শ্রমিক লীগ নেতা খোকন মুন্সি, কৃষক লীগ নেতা জাহাঙ্গীর শেখ, কানাই ঢালীসহ খানজাহান আলী থানা ও ওয়ার্ড যুুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।