বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুল আয়োজিত ‘থ্রি মিনিট থিসিস’ কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালে বুধবার বিকালে আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস ও প্রফেসর মো. শরীফ হাসান লিমন। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির উপদেষ্টা এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান। বিচারকদের মধ্য থেকে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. আব্দুর রউফ। প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন আয়োজক কমিটির আহ্বায়ক, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের প্রফেসর ড. আহসান হাবীব।
এর আগে বিকাল ৩টায় কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালে শুরু হয়। এতে জীববিজ্ঞান স্কুলভুক্ত ৭টি ডিসিপ্লিনের মোট ১২ জন প্রতিযোগী তাদের থ্রি মিনিট থিসিস উপস্থাপন করেন। কম্পিটিশনে যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিজিই ডিসিপ্লিনের আরিফা আফরোজ রিমি, অন্বেষা সাহানি ও কেএম সেলিম আন্দালিব। রানারআপ হয় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের মো. হাসান। পিপলস্ চয়েজ অ্যাওয়ার্ড পান বহ্নিশিখা চৌধুরী। পরে উপাচার্য প্রধান অতিথি হিসেবে থ্রি মিনিট থিসিস প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া বাকি অংশগ্রহণকারীদের ক্রেস্ট প্রদান করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলভুক্ত বিভিন্ন ডিসিপ্লিনের প্রধান, শিক্ষক, প্রতিযোগীসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।