বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ে নবাগত কর্মকর্তাদের বরণ ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। মঙ্গলবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অফিসার্স কল্যাণ পরিষদের আয়োজনে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপাচার্য নবাগত কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেন এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দিয়ে সম্মাননা জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার এস এম মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডলের সঞ্চালনা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্য থেকে বক্তব্য রাখেন জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (পিআরএল) এস এম আতিয়ার রহমান, নবাগতদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন সহকারী প্রকৌশলী রিফাত জাহান। এ সময় পরিষদের নির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একই স্থানে খুলনা অফিসার্স কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।