জন্মভূমি রিপোর্ট : খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সব ভবন ও ল্যাবরেটরির সুরক্ষায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। এ নিয়ে এরই মধ্যে একটি কমিটি করা হয়েছে।
খুবির ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন্স ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের উদ্যোগে বুধবার ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনে অগ্নিনির্বাপণ ও উদ্ধারসংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। উপাচার্য অধ্যাপক মাহমুদ বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। কারণ এখানে যে গবেষণা হয়, ল্যাবে মূল্যবান যন্ত্রপাতি ও তথ্য-উপাত্ত থাকে- তা একবার নষ্ট হলে অমূল্য ক্ষতি হয়।
ইসিই ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক আবদুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা অনুষদের ডিন অধ্যাপক কামরুল হাসান তালুকদার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক খান গোলাম কুদ্দুস। আরও বক্তব্য দেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক মামুন মাহমুদ, ইসিই ডিসিপ্লিনের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ইসমত কাদির। প্রশিক্ষণে ইসিই ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ প্রতি ব্যাচের পাঁচজন করে শিক্ষার্থী অংশ নেন।