জন্মভূমি রিপোর্ট : খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী অণর্ব সরকার (২৬) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ গোলাম রব্বানি (২৬) নামে একজনকে থানা পুলিশ গ্রেফতার করেছে। শনিবার গভীর রাতে তাকে শহরের গোবরচাঁকা এলাকা হতে গ্রেফতার করা হয়। সে ওই এলাকায় বসত করত। এর আগে নিহতের পিতা অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যদিও তিনি খুনের কারণ হিসেবে এজাহারে কিছুই উল্লেখ করেননি।
আসামি গোলাম রব্বানি সাতক্ষীরা জেলার তালা উপজেলার ইসলামকাটি গগ্রামের জনৈক রবিউল ইসলামের ছেলে। রোববার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। এরপর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল ইসলাম অভিযুক্তকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
সোনাডাঙ্গা থানার (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, আসামিকে সাত দিন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। যদিও এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে রিমাণ্ড আবেদন আদালতে পৌছে পারেনি বলে কোর্টের এক কর্মকর্তা জানিয়েছেন।
অর্ণব খুবিতে ব্যবসা প্রশাসনে এমবিএ করছিলেন। শুক্রবার রাতে তার পরিচিত জনেরা তাকে ডেকে আনেন, এরপর ১০ জনের একদল যুবক তেতুলতলা মোড় এলাকার কাছাকাছি একটি চায়ের দোকানে বসেছিলেন। সেখানে বসেই তারা চাঁদার টাকা ভাগাভাগি সংক্রান্ত বিষয় নিয়ে বাক-বিতন্ডায় জড়ান। ওই স্থান থেকে অর্ণব উঠে চলে আসছিলেন। সেসময় নয় জন তার সাথে-সাথে এসে ওই মোড়ে ধস্তাধস্তি শুরু করে। তখন তাকে লক্ষ্য করে গুলি করা হয়। তিনি পড়ে গেলে ঘাতকেরা তাকে ধাঁরালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে। ওই এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য সন্ত্রাসী চক্রের সদস্যরা ফাঁকা গুলি করে। ঘটনাস্থল থেকে শটগান ও পিস্তলের কয়েকটি গুলির খোসা আলামত হিসেবে জব্দ হয়েছে। পুলিশ বাহিনির অপর একটি শাখার এক কর্মকর্তা ঘটনাস্থলের আশ-পাশের কয়েকজন লোকের কাছ থেকে গোপন তথ্য সংগ্রহগকালে ্এসব কথা জানতে পেরেছেন।
খুবি শিক্ষার্থী অর্ণব হত্যা মামলায় গ্রেফতার ১

Leave a comment