জন্মভূমি রিপোর্ট : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী এন্ড অবস বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস. এম. খালিদুজ্জামান মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে তিনি স্ট্রোক করেন। দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে সেখানে সাড়ে ৮টায় তিনি শেষ নি:শ^াষ ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১কন্যা ও ১পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজে নিয়ে গেলে সহকর্মীরা ও ছাত্র-ছাত্রীরা কান্নায় ভেঙ্গে পরেন। পরবর্তীতে দুপুর সাড়ে ১২টায় তার মরদেহ শেষবারের মতো খুলনা মেডিকেল কলেজ প্রাঙ্গনে আনা হয়। সেখানে দুপুর ১টায় মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. দীন উল-ইসলাম, উপাধ্যক্ষ ডা. মোঃ মেহেদী নেওয়াজ, খুমেক হাসপাতালের পরিচালকসহ সকল ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে নিরালা তাবলীগ মসজিদে তার ২য় জানাজার নামাজ শেষে নগরীর বসুপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক জানিয়েছেন।
মরহুমের আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ সকল কর্মকর্তা ও কর্মচারীরা।
অপরদিকে খুলনা বিএমএ’র আজীবন সদস্য ডা. খালিদের অকাল মৃত্যুতে খুলনা বিএমএ’র পক্ষ থেকে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন জেলা বিএমএ’র সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম এবং সাধারণ সম্পাদক ডা. মোঃ মেহেদী নেওয়াজসহ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ।
খুমেকের সহকারী অধ্যাপক ডা. খালেদ আর নেই
Leave a comment