বিজ্ঞপ্তি : জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মেডিকেল কলেজ শাখার সাবেক নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ^াসী চিকিৎসকদের সমন্বয়ে এ্যালামনাই এসোসিয়েশন গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে একটি আহবায়ক কমিটি গঠিত হয়েছে, যারা দ্রততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কমিটি উপহার দেবেন।
আহবায়ক কমিটিতে খুমেক শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহবায়ক ডাঃ মোঃ এনামুল হককে (কে-৫) আহবায়ক, সাবেক সভাপতি ডাঃ মোঃ মিজানুল হককে (কে-৬) সদস্য সচিব এবং সাবেক সভাপতি ডাঃ প্রদীপ দেবনাথকে (কে-৯) কোষাধ্যক্ষ করা হয়েছে।
কমিটির ৯জন যুগ্ম আহবায়ক হলেন ডাঃ মোঃ মুনির হোসেন, ডাঃ খন্দকার মেহেদী ইবনে মোস্তফা, ডাঃ মোঃ শহিদুল আজম, ডাঃ রিয়াজুল আলম রাসেল, ডাঃ মোঃ শাহীনুর কবীর শাহীন, ডাঃ মেহেদী দায়েন হালদার, ডাঃ রানা চৌধুরী, ডাঃ মোঃ মাহফুজুল আলম সোহাগ ও ডাঃ মোঃ গোলাম রাব্বী প্রিন্স।
এছাড়া আহবায়ক কমিটিতে ২২ জন সদস্য রয়েছেন। তারা হলেন ডাঃ মোঃ আকরামুজ্জামান, ডাঃ সোহেল মাহমুদ খান, ডাঃ মোঃ মনিরুজ্জামান স্বজল, ডাঃ সাব্বির আহমেদ তারিক, ডাঃ মুনিম উল হাবীব, ডাঃ মোঃ জাহাঙ্গীর কবীর, ডাঃ আবু জাফর মোঃ সালেহ, ডাঃ মুশফিকুর শামস মেনন, ডাঃ সোহেল রানা, ডাঃ মোঃ আলাউদ্দিন আল মামুন, ডাঃ মোঃ আবুল হাসনাত নিশাত, ডাঃ মোঃ ইফতেখারুল আলম শুভ, ডাঃ উসেমং মারমা জন, ডাঃ মোঃ মশিউর রহমান, ডাঃ তারেক, ডাঃ অনুজ, ডাঃ শিহাব, ডাঃ বিপ্লব, ডাঃ মাহফুজ, ডাঃ মিনহাজুল ইসলাম, ডাঃ মাহমুদ ও ডাঃ শাহেদ হোসেন।