জন্মভূমি রিপোর্ট
খুলনা মেডিকেল কলেজের ২৬কে ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার হাসপাতালের সভাকক্ষে ইন্টার্ন চিকিৎসকদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এসময় ইন্টার্ন ডাক্তারদের শপথ বাক্য পাঠ করানো হয়।
হাসপাতালের পরিচালক মো: রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএর কেন্দ্রীয় সহ সভাপতি ও খুলনা জেলা সভাপতি ডা: শেখ বাহারুল আলম।
হাসপাতালের সহ পরিচালক ডা: নিয়াজ মুস্তাফির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. দিন উল ইসলাম, খুলনা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. মেহেদি নেওয়াজ ও স্বাচিপের সভাপতি ডা. এস এম শামসুল আহসান।
এছাড়া সম্মানিত অতিথি ছিলেন, খুলনা মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল ডা কাজী হামিদ আজগর, বিপিএমপিএর সভাপতি ডা গাজী মিজানুর রহমান, হাসপাতালের উপ-পরিচালক ডাঃ কাইয়ূম তালুকদার, খুমেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা মো: কুতুব উদ্দিন মল্লিক প্রমুখ।
খুমেক হাসপাতালে নবীন চিকিৎসকদের শপথ অনুষ্ঠান ও নবীন বরণ
Leave a comment