জন্মভূমি রিপোর্ট : নগরীতে কেএমপির মাদক বিরোধী অভিযানে ৭ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৩০ পিস ইয়াবা এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে খুলনা থানার রেলওয়ে হাসপাতাল রোড এলাকার মো: ওলিয়ার রহমানের পুত্র মো: স্বাধীন হোসেন (২২), একই এলাকার শাহজাহান হোসেন ওরফে কালুর পুত্র মো: সোহান হোসেন (২৩), একই থানার ড্যাপস ক্লিনিকের পাশে মো: গফ্ফার শিকদারের পুত্র মো: কাওসার শিকদার (২৩), একই থানার খানজাহান আলী রোডের মৃত: মুনসুর আলী শেখের পুত্র মো: জুয়েল শেখ (৩৮), সোনাডাঙ্গা মডেল থানার সোনাডাঙ্গা মেট্রোপলিটন কলেজের পিছনের বাবুল ফরাজীর পুত্র মো: মহারাজ ফরাজী (২২), একই থানার ছোট বয়রা ইসলামিয়া কলেজ রোডের গাজী ওয়াহিদুজ্জামানের পুত্র গাজী শিমু (৩৬) এবং লবণচরা থানার জিন্নাপাড়া ১ম গলির মো: দেলোয়ার হাওলাদারের পুত্র মো: রিপন হাওলাদার (২৫)।
কেএমপি সূত্র জানায়, বুধবার ও তার আগের ২৪ ঘন্টায় নগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭ মাদক কারবারিকে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের নিকট হতে ২৩০ পিস ইয়াবা এবং ৫শ’ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫টি মাদক মামলা রুজু করা হয়েছে।