জন্মভূমি রিপোর্ট : খুলনায় ১লা ফেব্রুয়ারী থেকে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। প্রতি বছরের মতো বয়রার বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে মাসব্যাপী এ একুশে বইমেলা চলবে।
বই ছাড়া জ্ঞান অর্জন করা যায় না। বই পড়ার অভ্যাস মানুষের আচারনকে সাবলীল করে। মানুষের জ্ঞানকে সমৃদ্ধ করে। বইমেলা বাঙালির প্রাণের মেলা। ভবিষ্যৎ প্রজন্মকে বেশি করে বই পড়ার অভ্যাস করায় বই মেলা কার্যকর ভূমিকা রাখতে পারে।
রবিবার বইমেলা ঘুরে দেখা যায়, শিশু থেকে বৃদ্ধ,সকলেই বইমেলায় ঘুরতে এসছেন। বই খুলে দেখছেন। দেখার ফাকে ক্রয় করছেন পছন্দের বই। শিশুদের জন্য রয়েছে গল্পের বই, ছড়ার বইসহ অনেক ধরনের বই।
বই মেলায় প্রকাশনা সংস্থা, বিভিন্ন সাহিত্য সংগঠন, সরকারি প্রতিষ্ঠান ও বই বিক্রয়কারী প্রতিষ্ঠানের একশত স্টল রয়েছে। মাসব্যাপী বইমেলা সরকারি ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা এবং অন্য দিনগুলোতে বিকেল তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য খোলা থাকবে। প্রতিদিন বিকেলে আলোচনা সভা, সেমিনার, প্রবন্ধ ও কবিতা পাঠ, নতুন লেখকদের বইয়ের মোড়ক উম্মোচন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। বইমেলা উপলক্ষ্যে শিশুদের জন্য থাকছে উপস্থিত বক্তৃতা, বিতর্ক, আবৃত্তি, চিত্রাংকন, সংগীত ও বইপাঠ প্রতিযোগিতা। এছাড়াও বইমেলা উপলক্ষে সকল বইয়ের ওপর ২৫ শতাংশ ছাড়ে ক্রেতারা বই কিনতে পারছেন।
নগরীর রুপসা থেকে আসা শিক্ষার্থী অহনা ফারহানা বলেন, বইমেলায় প্রতি বছরই আসি। ঘুরে ঘুরে বই দেখি। পছন্দ হলে বই সংরক্ষণ করি।
খুলনার বৈকালী এলাকার বাসিন্দা ফারুক তরফদার বলেন, আমার বাসার পাশেই এ বই মেলা। গত বছর অনেক বই সংরক্ষণ করেছি। অনেককে বই উপহার দিয়েছি। অবসর সময় বই পড়েই কাটাতে ভালো লাগে। তবে এবার অনেক বই পাওয়া যাচ্ছে মেলাতে বলে তিনি জানান।
খুলনা মেডিকেলের শিক্ষার্থী ইমরুল বলেন, আজ সুযোগ পেয়ে বই মেলায় ঘুরতে আসলাম। পড়া-লেখার পাশাপাশি গল্পের বই পড়ার অভ্যাস রয়েছে। বিশেষ করে গোয়েন্দা সিরিজ বই সংরক্ষনের অভ্যাসেই বই পড়ার আগ্রহ বেড়েছে তার, বলে জানান।
বাবা-মায়ের সাথে আসা শিশু সাকিব আফরান বলে, তার গল্পের বই পছন্দ। গতবার পাঁচটা বই নিয়েছে। এবার আরো বেশী বই নিবে সে জানায়।
খালিশপুর থেকে আসা হাসান মাহমুদ বলেন, আমি বন্ধুদের সাথে নিয়ে বইমেলায় এসেছি। মেলায় প্রবেশের পথে একটা সেলফি কর্নার থাকায় আজকের স্মৃতি ধরে রাখতে এখানে ছবি তুলছেন তারা।
অন্যদিকে,বই মেলায় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার রয়েছে। পুরো মেলা সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে। এছাড়াও ােয়েন্দা নজরদারী রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
খুলনায় জমে উঠেছে বইমেলা
Leave a comment