জন্মভূমি রিপোর্ট: খুলনায় জাল নোট তৈরি চক্রের মুল হোতা মো: জুয়েল মোড়লকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ এর সদস্যরা। বৃহস্পতিবার নগরীর লবনচরা থানাধীন খানজাহান আলী সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েলকে আড়ংঘাটা থানায় হস্তান্নতর করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-৬ এর সিইও লে. কর্ণেল মুহাম্মাদ মোস্তাক আহমেদ বলেন, জাল টাকা তৈরির মুল হোতাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে তার আরও দুই সহযোগী ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।
খুলনা আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ওয়াহিদুজ্জামান জানান, জাল টাকা চক্রের মুল হোতাকে র্যাব গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি নগরীর আড়ংঘাটা এলাকা থেকে প্রায় চৌদ্দ লাখ চুরাশি হাজার টাকার জাল নোট ও নোট তৈরির বিভিন্ন সরঞ্জামসহ দুইজন গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল খানজাহান আলী সেতু এলাকা থেকে জুয়েলকে গ্রেপ্তার করে র্যাব।