ডেস্ক নিউজ : মহানগরী খুলনার ৩০নং ওয়ার্ড তাঁতী লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমানকে (৫৭) গ্রেফতার করেছে পুলিশ। রোববার গভীর রাতে তাকে রূপসা স্ট্যান্ড রোডের ডাক্তার গলি থেকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার তাঁতী লীগের সভাপতি হাবিবুর ঐ এলাকার বাসিন্দা নুর মোহাম্মাদ মোলার ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের ওসি মোঃ তৈমুর ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের দমনের জন্য তার বাহিনী ছাত্রলীগ এবং যুবলীগের ক্যাডারদের সহযোগিতা করেছেন। তার বিরুদ্ধে খুলনা থানায় মামলা রয়েছে। সরকারের পতনের পর থেকে তিনি গা ঢাকা দিয়ে চলতেন। তাকে গ্রেফতারের জন্য সব ধরনের প্রচেষ্টা চালানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
খুলনায় তাঁতী লীগের সভাপতি গ্রেফতার

Leave a comment