জন্মভূমি রিপোর্ট
রূপসা বাসস্ট্যাÐ এলাকা ও নগরীর সোনাডাঙ্গা থানাধীন বাইপাস সড়ক থেকে মাদক ও প্রতারনা মামলার দু’জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার হয়েছে। মঙ্গলবার দুপুরে ও সোমবার রাতে র্যাব-৬ সদ্যরা অভিযান চালিয়ে তাদের পাকড়াও করেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম গতকাল দুপুর এক টার দিকে সোনাডাঙ্গা বাইপাস সড়কস্থ আলীফ মটরস্ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অভিযান চালায়। তখন সোবহান সদরদার নামে একজন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার হয়। সে কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের জনৈক শওকত সরদারের ছেলে। আসামি পাইকগাছা থানায় প্রতারনার অভিযোগে দায়ের হওয়া একটি মামলার গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। তাকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাব-৬ এর মেজর মোঃ আনিস-উজ-জামান দৈনিক জন্মভূমিকে এ তথ্য জানান।
এর আগে সোমবার রাত সাড়ে ৯ টার দিকে র্যাবের আরেকটি টিম রূপসা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মোঃ নয়ন শেখ (২৫) নামে একজন পলাতক আসামি গ্রেফতার হয়েছে। সে রূপসা থানায় দায়ের হওয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। আসামি উপজেলার বাগমারা গ্রামের জনৈক মোঃ হারুন শেখের ছেলে। গতকাল সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়। এরপর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের এক কর্মকর্তা এ তথ্য জানান।