খুলনার খালিশপুর বিজিবি’র তিন নং গেট সংলগ্ন পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ জুন) সন্ধ্যা ৬ টায় তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অজ্ঞাত ওই যুবকের লাশ পুকুরে ভেসে থাকতে দেখে স্থানীয় বসিন্দারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বলেন, ‘সংবাদ পেয়ে নিহত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় নিশ্চিত হতে জোর প্রচেষ্টা চলেছে। যুবকটির বয়স অনুমানিক ২০-২১ বছর হবে। পরনে থ্রি কোয়ার্টার প্যান্ট ও গায়ে চেক শার্ট ছিল। মুখে খোঁচা খোঁচা দাঁড়ি রয়েছে।’ তিন ঘন্টা পূর্বে যুবকটির মৃত্যু হয়েছে বলে তিনি জানিয়েছেন।