শরৎ এর মৃদুবৃষ্টির শিতল ছোয়াই বরন হলেন খুলনা-০২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। রবিবার দুপুর সোয়া একটায় তিনি নগরীর আবু নাসের হাসপাতালের হেলিপ্যাডে হেলিকাপ্টার যোগে ঢাকা থেকে খুলনায় পৌছান। সকাল থেকে রৌদ্দজ্জ্বল দিন এই সময়ে ক্ষনিকের বৃষ্টিতে শিতল হয়ে আসে। আর এই সময়েই নেতা কর্মীদের ভালবাসার বৃষ্টিতে ভেজা ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন তিনি। তখন উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলর আলী আকবর টিপু, ফারুক হাসান হিটলু, হাফেজ মোঃ শামীম, এ্যাডঃ সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, সিদ্দিকুর রহমান বুলু বিশ^াষ, কাউন্সিলর হাফিজুর রহমান হাফিজ, মনিরুজ্জামান সাগর, ফেরদাউস হোসেন লাবু, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, নগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক দেবনাথ রনোজিত রনো, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি শেখ আবু হানিফ, জেলা পরিষদের সদস্য চৌধুরী রায়হান ফরীদ, সাবেক যুবলীগ নেতা নাহিদ মুন্সি, যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, এ্যাডঃ আল আমীন উকিল, মোঃ আবুল হোসেন, কাজী কামাল হোসেন, শওকত হোসেন, শেখ মোহাম্মদ আলী, অভিজিৎ চক্রবর্তী দেবু, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, কাজী ইব্রাহিম মার্শাল, মহিদুল ইসলাম মিলন, মেহেদী মোড়ল, রাশেদুল ইসলাম রাশেদ, সাবেক ছাত্রনেতা অভিজিৎ পাল, নগর ছাত্রলীগনেতা আসাদুজ্জামান বাবু, জহির আব্বাস, মোঃ মাহমুদুল ইসলাম সুজন, সোহান হোসেন শাওন, কামরুজ্জামান ইমরান, মাহমুদুল হাসান রাজেস, ওয়ার্ড যুবলীগ নেতা, ইব্রাহিম হোসেন তপু, মাসুম উর রশিদ, জিহাদুর রহমান জিহাদ, মহিদুল হক শান্ত, মুরাদ আহমেদ, সাগর মজুমদার প্রমুখ। এর আগে দুপুর ১২টায় ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে হেলিকাপ্টার যোগে রওনা দেন খুলনা-০২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন নগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন। এছাড়াও জানানো হয়েছে সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল আগামীকাল ১৩ সেপ্টেম্বর বেলা ১১টায় নগরীর শহীদ হাদিস পার্কে নিম্ম আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবেন। বেলা ১২টায় নগরীর বায়তুন নূর জামে মসজিদ চত্বর নিউমার্কেট এর সামনে ত্রাণ বিতরণ করবেন। এছাড়াও তিনি দলীয় নেতা কর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে বিভিন্ন সভায় অংশগ্রহন করবেন। করোনা কালিন এই সময়ে সকল সময়ে খুলনার প্রশাসন ও আওয়ামী লীগের নেতা কর্মীদের পাশে থেকে দিক নির্দেশনা দিয়েছেন তিনি। একই সাথে পরিচালনা করেছেন সেখ সালাহউদ্দিন জুযেল এ্যাম্বুলেন্স সার্ভিস, শেখ সোহেল অক্সিজেন ব্যাংক, শহীদ শেখ আবু নাসের অক্সিজেন ব্যাংক, গর্ভবতী মায়েদের ভাতা প্রদানসহ নানা মুখী সেবামূলক কার্যক্রম। এছাড়ও অসহায় দুস্থ ও নিম্ম আয়ের মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করেছেন তিনি ও তার পরিবার।