জন্মভূমি ডেস্ক : খুলনা মহানগরীর মুজগুন্নী মহাসড়কের মাঝে ডিভাইডারের গাছ কেটে ফেলার প্রতিবাদে এবং গাছ কাটা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে টিআইবি, বেলা, বাপা ও সনাকসহ ১৪টি বেসরকারি উন্নয়ন সংস্থা। আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান বেলা।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ৮ সেপ্টেম্বর তারা পরিদর্শন করে দেখতে পান, নতুন রাস্তার মোড় থেকে বিজিবি সদর দপ্তর পর্যন্ত আধা কিলোমিটার সড়কে তিন শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। এর প্রতিবাদে গত দশ সেপ্টেম্বর মানববন্ধন কর্মসূচি পালন করে সিটি করপোরেশনের মেয়র বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। সংবাদ সম্মেলনে ১৪টি বেসরকারি উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ৮ দফা দাবি জানানো হয়। এই দাবির অন্যতম হলো দ্রুত গাছ কাটা বন্ধ করা। বিনা টেন্ডারে গাছ কাটায় সিটি করপোরেশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়।