জন্মভূমি রিপোর্ট : নগরীর সিএন্ডবি কলোনিতে অর্ধগলিত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে তার লাশ উদ্ধার করে সোনাডাঙ্গা থানা পুলিশ। নিহতের নাম হাফিজুর রহমান (৪৮)। সে ঐ কলোনীর ২ আর-১১ এর ষষ্ঠ তলার পূর্বপাশে থাকত। তার বাড়ি নড়াইলের কালিয়ায় বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সে স্ট্রোক করতে পারে।
সোনাডাঙ্গা থানার সূত্রে জানা যায়, বুধবার পৌঁণে ৯টার দিকে সিএন্ডবি কলোনিতে ২আর-১১ ষষ্ঠ তলার পূর্বপাশে তালাবদ্ধ রুমের ভিতর গন্ধ ছড়ালে পাশের বাসার লোকজন সোনাডাঙ্গা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তালা ভেঙে হাফিজুরকে মৃত অবস্থায় উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কি কারণে মৃত্যু, তা এখন বলা সম্ভব নয় বলে থানা পুলিশ সূত্র জানায়। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ বিষয়ে সোনাডাঙ্গা থানায় এরিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি মর্মে জানা যায়।