এম সাইফুল ইসলাম
সেন্সরের বিশেষ সিগন্যালে স্বয়ংক্রিয়ভাবে শহরের ড্রেন ও খালের ময়লা জনবল ছাড়াই পরিস্কার করতে পারবে এমন এক যন্ত্র তৈরি করেছেন খুলনার তরুণ ওবায়দুল ইসলাম। যন্ত্রটির নাম দিয়েছেন “অটো ড্রেন ক্লিনার”।
ড্রেন ও খালের ময়লা পরিস্কার করতে এ যন্ত্রটি ব্যবহার করলে মশার বিস্তার ও পঁচা পানির দুর্গন্ধ বন্ধ হবে বলে নিশ্চিত করেছেন তরুণ এ উদ্ভাবক।
সেন্সরের দেওয়া প্রথম সিগন্যালে জানা যাবে ড্রেনের কতটুকু জায়গায় ময়লা জমে আছে এবং সিগন্যাল বা সংকেত আইসিতে ইনপুট হিসেবে গ্রহণ করে অটো পদ্ধতিতে প্রেসার পাম্প চালু হয়ে পানির চাপ প্রয়োগ করে ড্রেনের পানির নিচে জমাট বাঁধা ময়লার স্তুপ পানির সাথে মিশ্রিত হয়ে বেড়িয়ে যাবে। ময়লা ড্রেন থেকে বেরিয়ে যাওয়ার পর নিজস্ব সিগন্যালে মেশিন নিজে নিজেই বন্ধ হয়ে যাবে।
এতে কোন জনশক্তির প্রয়োজন হবে না। দেশের স¦ার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামকে এ প্রযুক্তি উপহার দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আবিস্কারক ওবাইদুল ইসলাম।
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দেহের গতি ইউনিয়নের পূর্ব দেহের গতি গ্রামে। ২৬ বছর বয়সী মোঃ ওবাইদুল ইসলামের পিতা আহমদ আলী, মাতা আলেয়া বেগম ।
ওবাইদুল বরিশাল জেলার বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশোনাল শাখার জেনারেল মেকানিক্স ট্রেড থেকে ২০১২ সালে পাস করেন। পরবর্তীতে খুলনা ম্যানগ্রোভ ইনষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলোজির মেকানিক্যাল বিভাগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স এ ভর্তি হন এবং ২০১৮ সালে মেকানিক্যাল বিভাগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স শেষ করেন।
তিনি ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৫ ও২০১৬ সালে অংশ গ্রহণ করেন। এ ছাড়া ওবাইদুল ইসলামের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও মেকানিক্যাল কাজের ওপর বাস্তব দক্ষতা আছে।
খুলনার ওবায়দুলের “অটো ড্রেন ক্লিনার” ড্রেন ও খালের ময়লা জনবল ছাড়াই করবে পরিস্কার
Leave a comment