জন্মভূমি রিপোর্ট : খুলনার ১১টিসহ সারা দেশের মোট ৩৩৮ থানার ওসি রদবদল হয়েছে। যার মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের ৪টি এবং জেলার ৭টি থানার ওসি পদে রদবদল হয়েছে। ২টি থানার ওসিদের জেলার বাইরে বদলী করা হয়েছে। আর বাকি ৯টি থানার ওসিদের জেলা ও নগরীর ভেতরেই অন্য থানায় বদলী করা হয়েছে। বৃহস্পতিবার রদবদল সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেএমপি কমিশনার ও খুলনার পুলিশ সুপার।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক জানান, নগরীর সদর থানার ওসিকে আড়ংঘাটায় থানায়, আড়ংঘাটার ওসিকে সোনাডাঙ্গা থানায়, সোনাডাঙ্গা থানার ওসিকে খানজাহান আলী থানায় এবং খানজাহান আলী থানার ওসিকে খুলনা সদর থানায় বদলী করা হয়েছে। দু’এক দিনের মধ্যে তারা নতুন কর্মস্থলে যোগ দেবেন।
খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান, জেলার রূপসা, দিঘলিয়া, বটিয়াঘাটা, ডুমুরিয়া, পাইকগাছা, ফুলতলা ও দাকোপ থানার ওসিকে বদলী করা হয়েছে। এর মধ্যে ডুমুরিয়া থানার ওসিকে মেহেরপুর সদরে এবং দাকোপ থানার ওসিকে মুজিবনগর থানায় বদলী করা হয়েছে। নড়াইল জেলা সদরের ওসিকে ডুমুরিয়া থানায় এবং নড়াগাতি থানার ওসিকে পাইকগাছা থানায় বদলী করা হয়েছে। বাকি ৫ জনকে জেলার ভেতরেই রদবদল করা হয়েছে।