জন্মভূমি রিপোর্ট
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকায় ডাকাতির প্রস্তুতির মামলায় মিন্টু হাওলাদার (৩৫) নামে আরও এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে সোনাডাঙ্গা ময়লাপোতা বস্তি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মিন্টু ওই এলাকার আলমগীর হাওলাদারের ছেলে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৫ জুলাই সোমবার রাতে র্যাব-৬ (সদর কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল সোনাডাঙ্গা আবু বক্কর খান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ডাকাতির প্রস্তুতিকালে মো: হেলাল শিকদার (২৩) ও জেল্লাল (১৯) নামে দুই ভাইকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৩টি দেশীয় তৈরী হাসুয়া উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩৯৯ ধারায় তাদের দুইজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩ জনকে আসামী করে মামলা দায়ের করে র্যাব। মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানার এসআই বিপ্লব কান্তি তদন্তে নাম আসা মিন্টু হাওলাদারকে সোমবার রাতে সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতার করেন।
এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মমতাজুল হক জানান, ডাকাতির প্রস্তুতির মামলার তদন্তে নাম উঠে আসা মিন্টু হাওলাদার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অপর আসামীদের গ্রেফতারের অভিযান চলছে। তিনি আরও জানান, আসামী মিন্টুর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় হত্যা, মাদকসহ ৫-৬টি মামলা রয়েছে।
খুলনায় ডাকাতির প্রস্তুতির মামলায় আরও এক আসামী গ্রেফতার
Leave a comment