জন্মভূমি রিপোর্ট
জাপার জাপার রওশনপন্থিদের দেয়া সম্মেলন প্রস্তুতি কমিটি নিয়ে নড়ে চড়ে বসছে খুলনার জাপা। দীর্ঘদিন দলে নিষ্ক্রীয় থাকা সাবেক নেতৃবৃন্দ এ কমিটিতে স্থান পেলে নতুন রূপে সৃষ্টি হয়েছে বিতর্ক।
সম্মেলন প্রস্তুত কমিটির জেলার আহবায়ক সাবেক এমপি মোক্তার হোসেনের দেয়া বিজ্ঞপ্তি খুলনার একটি স্থানীয় পত্রিকায় প্রকাশ হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে ছাড়া অন্য কেউ কোন কমিটি দিতে পারে না। আমি পল্লীবন্ধুর নির্দেশ মোতাবেক তার রেখে যাওয়া শেষ সিদ্ধান্ত জিএম কাদেরকে চেয়ারম্যান হিসেবে মেনে নিয়ে জাতীয় পার্টির রাজনীতি করি। আমার নাম যারা ব্যবহার করেছেন, তাদেরকে আমার নাম ব্যবহার না করার অনুরোধ করছি। তবে এ বিজ্ঞপ্তিকে অস্বীকার করে মোক্তার হোসেনের পক্ষে এসএম মাসুদুর রহমান পাল্টা বিবৃতি দেয়। বিবৃতিতে তিনি বলেন, মোক্তার হোসেনের পক্ষে যে বিবৃতি দেয়া হয়েছে তা মিথ্যা, বানোয়াট, ভিক্তিহীন, উদ্দেশ্য প্রনোদিত এবং কল্পনাপ্রসূত। এ বিজ্ঞপ্তি সম্পর্কে তিনি কিছুই জানেন না। কোন কুচক্রি ব্যক্তি বা ব্যক্তিরা তার ইমেজ ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার প্রয়াসে এমন কুকর্ম সম্পাদনা করেছে।
উল্লেখ্য গত শনিবার জাতীয় পার্টির রওশনপন্থির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব গোলাম মসীহ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে খুলনা জেলা ও মহানগর কমিটির দায়িত্ব প্রদান করা হয়।
কমিটিতে সাবেক এমপি মোক্তার হোসেনকে আহবায়ক এবং এড. এসএম মাসুদুর রহমানকে সদস্য সচিব করে জেলা জাতীয় পার্টির দায়িত্ব দেয়া হয়েছে। অন্যদিকে সাবেক এমপি আব্দুল গাফফার বিশ্বাসকে আহবায়ক এবং মোল্যা শওকত হোসেন বাবুলকে সদস্য সচিব করে মাহনগর জাতীয় পার্টির দায়িত্ব দেয়া হয়েছে।
সম্মেলন প্রস্তুত কমিটির সুত্র জানা যায়, সম্মেলণ কেন্দ্র কওে আগামী মাসের মধ্যে জেলার সব উপজেলা, ইউনিয়ন এবং মহানগরের সব থানা ও ওয়ার্ড কমিটি দেয়া হবে । এছাড়া কেসিসি ও জাতীয় নির্বাচন এবং দলের জাতীয় সম্মেলনকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে জেলা ও মহানগর জাপা।
খুলনায় নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে জাপার রওশনপন্থিরা
Leave a comment