জন্মভূমি রিপোর্ট
জাপার কেন্দ্রের গৃহবিবাদের ঢেউ লেগেছে খুলনায়। এবার প্রকাশ্যে আসল জাপার রওশনপন্থিরা। গঠিত হয়েছে সম্মেলন প্রস্তুতি কমিটি। নেতৃত্বে আছেন সাবেক এমপি মোক্তার হোসেন, সাবেক এমপি আলহাজ¦ আব্দুল গফ্ফার বিশ্বাস দীর্ঘদিন দলে নিষ্ক্রীয় থাকা নেতৃবৃন্দ। যাদের অনেকেই মহানগর ও জেলা পর্যায়ে শীর্ষ নেতা ছিলেন।
গত শনিবার জাতীয় পার্টির রওশনপন্থির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও জাতয়ি পার্টির সাবেক মহাসচিব গোলাম মসীহ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে খুলনা জেলা ও মহানগর কমিটির দায়িত্ব প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল সফল করার লক্ষ্যে খুলনা জেলা ও মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দেয়া হয়েছে। জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্’র সুপারিশক্রমে পার্টির সাবেক এমপি মোক্তার হোসেনকে আহবায়ক এবং এড. এসএম মাসুদুর রহমানকে সদস্য সচিব করে জেলা জাতীয় পার্টির দায়িত্ব দেয়া হয়েছে। অন্যদিকে সাবেক এমপি আব্দুল গাফফার বিশ্বাসকে আহবায়ক এবং মোল্যা শওকত হোসেন বাবুলকে সদস্য সচিব করে মাহনগর জাতীয় পার্টির দায়িত্ব দেয়া হয়েছে।
জেলার সব উপজেলা, ইউনিয়ন এবং মহানগরের সব থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দের সমন্বয়ে কেন্দ্রের সঙ্গে পরামর্শ সাপেক্ষে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের লক্ষ্যে আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।
দায়িত্ব প্রদানে পার্টির জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। জাপার ওই চিঠিতে আরো বলা হয়, প্রাথমিক সিদ্ধান্ত মোতাবেক সিটি ও জাতীয় নির্বাচন এবং দলের জাতীয় সম্মেলনকে সামনে রেখে জেলা ও মহানগর জাপার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।
খুলনায় প্রকাশ্যে জাপার রওশনপন্থিরা
Leave a comment