জন্মভূমি রিপোর্ট
নগরীর দুইটি থানা ও জেলার রূপসা উপজেলা এলাকা হতে ১শ’৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার হয়েছে। বুধবার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় থানা পুলিশ ও ডিবির অভিযানে এ উদ্ধার-গ্রেফতার হয়েছে। এসব ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, কেএমপি’র মাদক বিরোধী অভিযানে খুলনা সদর ও খালিশপুর থানা এলাকা হতে মুসলিমা ওরফে বৃষ্টি (২০) এবং মোঃ আলাউদ্দিন মুন্সি (৩৬) নামে দুই জন ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। অন্যদিকে, জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি টিম রূপসার বাগমারা এলাকা হতে মোঃ রাজীব শেখ (২৯) নামে একজন ১১০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। আসামিদের আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে।
খুলনায় ১৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার
Leave a comment