বিজ্ঞপ্তি : খুলনা আর্ট একাডেমিতে রোববার সকাল ১০টায় ভারত থেকে আগত আবৃত্তি শিল্পী ও কবিতা কুঞ্জ সাহিত্য পরিবারের চেয়ারম্যান ঈশিতা দাস অধিকারী এবং কবিতা কুঞ্জের আহবায়ক আশীস ঘোষ পরিদর্শনে আসেন। শিশুশিল্পী সম্প্রীতি বিশ্বাস অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন জামাল উদ্দিন, শিলা বিশ্বাস, পরিমল বৈরাগী, পার্থ হালদার, জয়া বৈরাগী, সৌহার্দ্য বিশ্বাস, সম্প্রীতি বিশ্বাস।