জন্মভূমি রিপোর্ট : একুশে বইমেলা, খুলনা’র ২৩ তম দিন অতিবাহিত হলো। শেষ শুক্রবার হওয়ায় মেলা প্রাঙ্গণে ছিল শিশু কিশোর ক্রেতা বিক্রেতাদেও ভিড়। ক্রেতা দর্শকদের স্বতস্ফূর্ত উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ ছিল মুখরিত। বইয়ের দোকানগুলোতে ক্রেতা দর্শকদের উপস্থিতি পূর্বের তুলনায় অনেক বেড়েছে। বিক্রেতারা জানালেন, বিক্রির পরিমাণ দু’কোটি ছাড়িয়েছে। তারা বলেন, প্রতি শুক্র ও শনিবার মেলায় উপস্থিতি বৃদ্ধির সাথে সাথে বিক্রিও বেড়ে যায়।
বিকালে বইমেলার মঞ্চে সাংস্কৃতিক আয়োজন শুরু হয় ‘ডাক বিভাগীয় মাধ্যমিক বিদ্যালয়, বয়রা, খুলনা’র ছাত্রছাত্রীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে। পরবর্তীতে বইমেলার মঞ্চে ছিল সাহিত্য সংগঠন ‘কবি সংসদ, বয়রা, খুলনা’র আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠানের মধ্যদিয়ে। পরবর্তীতে আবৃত্তি সংগঠন ‘ মেঘদূত চক্র’ এর বাচিক শিল্পীবৃন্দ আবৃত্তি পরিবেশন করে। মেলামঞ্চের সান্ধ্যকালীন সাংস্কৃতিক আয়োজনে ছিল ৩টি সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা। প্রথমে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ‘ক্লাসিক সংগীত একাডেমী, নান্দিক সংগীত একাডেমী এবং প্রাণ তরঙ্গ, খুলনা’র শিল্পীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অনামিকা সাহা তিন্নি এবং শারমিন সুবহা।