জন্মভূমি রিপোর্ট : ধর্ষণ মামলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রহমান খানের জামিন আবেদন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৮ মে) তিনি খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালতের বিচারক আবদুস সালাম এ আদেশ দেন। এরপর বিকাল পৌনে ৪টায় তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
জানা যায়, গত ১৩ মার্চ সাবেক উপাচার্যের পিএ বাদী হয়ে সাবেক উপাচার্যের বিরুদ্ধে ধর্ষণ ও বর্তমান রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ারের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগে ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন। ট্রাইব্যুনালের বিচারকের নির্দেশে পরে সোনাডাঙ্গা থানায় মামলাটি রেকর্ড হয়। এরপর তারা ২ জন উচ্চ আদালত থেকে জামিন গ্রহণ করেন। জামিনের মেয়াদ শেষে রেজিস্ট্রার মাজহারুল গত রোববার খুলনার ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছিলেন।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট সুলতানা রহমান শিল্পী জানান, ভুক্তভোগী নারী ২০২১ সালে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে কন্ট্রোলার স্টোর কিপার হিসেবে কর্মরত ছিলেন। আর উপাচার্য নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৫ তলায় থাকতেন। সেখানে ওই নারী খাবার দিতে যান। বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২১ সালের ১৬ ডিসেম্বর সন্ধ্যায় উপাচার্য তার বাসায় ওই নারীকে ধর্ষণ করেন। পরবর্তীতে আরও একাধিকবার তাকে ধর্ষণ করা হয়। এই কাজে তাকে রেজিস্ট্রার সহযোগিতা করেন।
ভুক্তভোগী নারী বর্তমানে কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পিএ হিসেবে কর্মরত রয়েছেন। মামলায় সাক্ষী করা হয় ৪ জনকে।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ধর্ষণ মামলায় কারাগারে
Leave a comment