জন্মভূমি রিপোর্ট
খুলনা জেলা পরিষদের নির্বাচনে সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
চেয়ারম্যান পদে তিন প্রার্থী আনারস প্রতীক বরাদ্দ চান। এরপর লটারির মাধ্যমে সদ্য সাবেক চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদকে মোটরসাইকেল প্রতীক, খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও বিএমএ’র সভাপতি ডা. শেখ বাহারুল আলমকে আনারস প্রতীক এবং খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ক্রীড়া সংগঠক মোর্ত্তজা রশিদী দারাকে চশমা প্রতীক বরাদ্দ দেয়া হয়।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ৯টি সাধারণ সদস্য পদে ২৮ এবং ৩টি সংরক্ষিত সদস্য পদে ১৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।