জন্মভূমি ডেস্ক : খুলনা জেলা বিএনপি’র আহবায়ক কুদরতে আমির এজাজ খানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুর ২টার দিকে নগরীর ময়লাপোতা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
খুলনার বটিয়াঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ শওকত কবির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, গতকাল (বুধবার) বটিয়াঘাটা থানায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি স্বীকার করে পুলিশ সুপার সাঈদুর রহমান জানান, খুলনা নগরীর বিভিন্ন থানা ও জেলার বিভিন্ন উপজেলায় তার বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।