বিজ্ঞপ্তি : খুলনা জোসেফিয়ান এ্যালামনাই’র উদ্যোগে জোসেফিয়ান ডে উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় সেন্ট জোসেফস স্কুল প্রাঙ্গণে দরিদ্র জনগোষ্ঠীর ভিতরে সপ্তাহব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। আয়োজনে ছিলো জোসেফিয়ান নবীন পল্লী, জোসেফিয়ান ল’ইয়ার্স ফোরাম, জোসেফিয়ান ডক্টরস্ ফোরাম এবং জোসেফিয়ান ইঞ্জিনিয়ার ফোরাম। উদ্বোধন করেন সেন্ট জোসেফস স্কুলের প্রধান শিক্ষক আলফ্রেড রনজিৎ মল্লিক। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কেডিএ’র ইঞ্জিনিয়ার শামীম জিহাদ, মিজানুর রহমান ডিকেন, মো: আনোয়ার হোসেন, ওয়াহিদুজ্জামান সোহাগ, জোসেফস সরকার দোলন, ডা: আব্দুল মালেক, নিশার আহমেদ, মামুন হাসান, ডা: রাসেল প্রমুখ। প্রথম দিনে প্রায় ৩শ’ শীতার্তের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।