বিজ্ঞপ্তি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে রবিবার দুপুরে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। রবিবার দুপুরে তিনি দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেন। আজ সোমবার (২০ নভেম্বর) জমা প্রদান করবেন বলে জানান।
এদিকে খুলনা-৪ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করছেন আলহাজ¦ মো. শিবাজী ফকির। তিনি দিঘলিয়া উপজেলার আমবাড়িয়া গ্রামের মৃত সোকর ফকিরের পুত্র। রোববার তিনি দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
আলহাজ¦ শিবাজী ফকির বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি সদস্য।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ। রবিবার সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন চেয়ে মনোনয়ন ফরম পূরণ করে জমা দেন তিনি। এর আগে রবিবার সকালে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। সফিকুর রহমান পলাশ খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান মহানগর যুবলীগের সভাপতি।