জন্মভূমি ডেস্ক : খুলনা মহানগরীর হরিনটানাধীন মোস্তর মোড় সংলগ্ন বাইপাস রোডের নতুন জেলখানার সামনে মোটরসাইকেল চালক তন্ময় হোসেন (১৮) নামে এক যুবক নিহত এবং জয় (১৮) আহত হয়েছে। শনিবার ২৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে ।আহত যুবক খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে । নিহত তন্ময় খালিশপুরের উত্তর কাশিপুর এলাকায় তার নানা বাড়ি বসবাস করে তন্ময়ের বাবার নাম আনোয়ার হোসেন । তন্ময়ের জন্মদিন উপলক্ষে দুই মোটরসাইকেল যোগে চার বন্ধু মিলে খাওয়ার উদ্দেশ্যে মস্তর মোড় এর দিকে যাওয়ার পথে বাইপাস সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে । ঘটনার সূত্রে পুলিশ জানায়, নগরীর জিরো পয়েন্ট থেকে মোস্তর মোড়ের দিকে তন্ময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা বালু ভর্তি ডাম্পার ট্রাকের পিছনে ধাক্কা দেয়।এতে মোটরসাইকেল থাকা চালক তন্ময় ছিটকে নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিক উদ্ধার পূর্বক চিকিৎসার জন্য রাত ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তন্ময়কে মৃত ঘোষণা করেন। আহত জয় (১৮)কে সার্জারি বিভাগে ভর্তি করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট তার মৃতদেহটি হস্তান্তর করা হবে।