জন্মভূমি রিপোর্ট
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার নির্বাচনকে ঘিরে চিকিৎকদের দু্ই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ডা: এসএম খালিদুজ্জামান একটি প্যানেল গঠন সভায় উপস্থিত থাকায় তাকে কারণ দর্শাবার নোটিশ দেয়া হয়েছে।
সূত্রমতে, যুগ্ম সম্পাদক পদের জন্য মনোয়ন প্রত্যাশী ডা: মো: নিয়াজ মুস্তাফি চৌধুরী নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বরাবর এক আবেদনে উল্লেখ করেন, গত ১৬/৮/২২ তারিখ স্বাধিনতা চিকিৎসক পরিষদের (স্বচিপ) প্যানেল গঠন উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হয়েও ডা: এসএম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন। আবেদনের মাধ্যমে তিনি নির্বাচন পরিচালনা কমিটি থেকে ডা: খালিদুজ্জামানকে অব্যহতি দেয়ার দাবী জানান। অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক তাকে কারণ দর্শাবার নোটিশ প্রদান করেন। গতকাল ছিল জবাব দেয়ার শেষ দিন।
খুলনা বিএমএ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যকে কারণ দর্শানোর নোটিশ
Leave a comment