জন্মভূমি রিপোর্ট : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মহানগর শাখার সাবেক সহ-সভাপতি রণবীর বাড়ই সজল (৩৫) কে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গ্রেফতার করেছে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের মোংলা উপজেলার খামেরডাঙ্গা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দলীয় ক্যাডার বাহিনি নিয়ে বিরোধী দলীয় অফিস ভাংচুর, অগ্নিসংযোগ ও টেলিভিশনসহ আসবাবপত্র লুটের অভিযোগে মামলা রয়েছে। গত ৩০ আগস্ট খালিশপুর থানায় এ মামলাটি দায়ের হয়েছিল।
আসামি সজল রূপসা উপজেলার জোয়ার গ্রামের জনৈক রসমই বাড়ইয়ের ছেলে। তার বিরুদ্ধে নগরী ও জেলার একাধিক থানায় হত্যা, অগ্নিসংযোগসহ বিভিন্ন ফৌজদারী অপরাধের অভিযোগে সাতটি মামলা রয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র এডিসি (মিডিয়া এন্ড কমিউনিটি পুলিশিং) মোহাঃ আহসান হাবীব দৈনিক জন্মভূমিকে এসব কথা বলেন।
পুলিশ জানায়, খলিশপুর থানার ১৪ নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয় ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে দায়ের হওয়া এ মামলাটিতে ১শ’৪০ জনকে এজাহারভুক্ত এবং ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে পাঁচ জন গ্রেফতার হয়েছেন।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম দৈনিক জন্মভূমিকে বলেন, পলাতক আসামিদের অবস্থান শনাক্ত ও নাম-ঠিকানা সংগ্রহ করে গেফতারের চেষ্টায় অভিযুক্ত সজলকে ১০ দিন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আবেদন করার প্রস্তুতি চলছে।
আদালতের এক কর্মকর্তা বলেন, আসামিকে শনিবার আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে মেট্রো পলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সজল গ্রেফতার
Leave a comment