বিজ্ঞপ্তি : খুলনা রাইটার্স ক্লাবের সাপ্তাহিক সাহিত্য আসর শুক্রবার সকাল দশটায় সংগঠনের (১০৭, খানজাহান আলী রোড) কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ-সভাপতি কবি বেনজির আহমেদ জুয়েল’র সভাপতিত্বে এবং কবি মোঃ রাজু শেখ’র সঞ্চালনায় আসরে গল্প কবিতা প্রবন্ধ পাঠ-আবৃত্তি সহ মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সাহিত্যিক ডিকে মন্ডল, কবি শেখ হিরা, নাট্যাভিনেতা পংকজ মজুমদার, কবি উজ্জ্বল ঘোষ, বাচিক শিল্পী সাইফুল ইসলাম মল্লিক, সালমানুল মেহেদী মুকুট, কবি কৌশিক মন্ডল, মহিদুল ইসলাম বাবু, সেলিম বকুল প্রমূখ।
খুলনা রাইটার্স ক্লাবের ১৩৭৫ তম সাহিত্য আসর
Leave a comment