খানজাহান আলী থানা প্রতিনিধি : রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারী স্কুল খুলনার সিনিয়র শিক্ষক মনোরঞ্জন মন্ডল দীর্ঘ কর্মজীবন শিক্ষকতা পেশার সফল পরিসমাপ্তি করে বিদায় নিলেন বিদ্যালয় আঙ্গিনা থেকে। একই বিদ্যালয়ে টানা প্রায় ৩৫ বছর শিক্ষকতা করে অবসরজনিত বিদায় নিয়েছেন তিনি। এ উপলক্ষে খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারী স্কুলের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক মনোরঞ্জন মন্ডলকে দেওয়া হলো অবসরজনিত বিদায়ী সংবর্ধনা। গত বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন বিদায়ী শিক্ষক মনোরঞ্জন মন্ডল। আমন্ত্রিত অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানির্জিং কমিটির সদস্য বেগ খালিদ হোসেন এবং আনারুল ইসলাম। অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবু জাফর সরকার, সিনিয়র শিক্ষক শাহজাহান হাওলাদার, সহকারী শিক্ষক মাকসুদা কাজী, সুবর্ণা আক্তার, মহিউদ্দিন, বিল্লাল হোসেন, হামিদা খাতুন, সাজেদা খাতুন, অজিত কুমার বাগচি, আশরাফুল ইসলাম, হাসিনা খাতুন, ফাতেমা খাতুন, দিলরুবা খাতুন, নুরতাজসহ বিদ্যালয়ের শিক্ষক-ছাত্র-ছাত্রী, কর্মচারী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক মনোরঞ্জন মন্ডলকে সম্মাননা স্মারক ক্রেস্ট, শালসহ উপহার সামগ্রী প্রদান করা হয়।