জন্মভূমি রিপোর্ট : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-খালিশপুর-দৌলতপুর তিন সংসদীয় আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি মনোনয়ন দিয়েছেন এস এম কামাল হোসেনকে। মনোনয়ন ঘোষণায় ফুলবাড়ী গেট, মানিকতলা, রেলিগেট, দৌলতপুরসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধসহ সহিংসতা ছড়িয়ে পড়ে। পরপর তিন বার আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় সংসদে এমপি ও প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে এলাকার উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মূলত বেগম মন্নুজান সুফিয়ান ছিলেন অত্র এলাকার শ্রমিক নেতা।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন করেছিলেন। মনোনয়ন বোড বর্তমান এমপিকে মনোয়ন না দিয়ে এস এম কামাল হোসেনকে মনোনীত করায় এলাকার জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষ মঙ্গলবার সকাল ১০টায় দৌলতপুর বেবীটেক্সী শ্রমিক ইউনিয়নের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান হিরু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক এস এম নুরুল ইসলাম নুরু, কাউন্সিলর শাহাদাত হোসেন মিনা, আবুল কালাম আজাদ, মোঃ আবুল হোসেন, মোঃ শরীফ খান প্রমুখ।
খুলনা-৩ আসনে মন্নুজান সুফিয়ানের পক্ষে দৌলতপুরে মানববন্ধন
Leave a comment