কুষ্টিয়া প্রতিনিধি : “সেনিটেশনের অভ্যাস করি, তারুণ্য দীপ্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসব বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে খোকসা উপজেলার মিলনায়তনে উক্ত উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার চারটি কলেজ থেকে বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করেন।
মাধ্যমিক পর্যায়ের উপজেলার আটটি বিদ্যালয় থেকে পক্ষে-বিপক্ষে ১৬ টি দল অংশগ্রহণ করেন।
মাধ্যমিকে বিতর্ক প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ” জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ ”
এছাড়াও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিতর্কের বিষয় ছিল “ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ ”
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের প্রায় ২ ঘন্টা বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।
উক্ত বিতর্ক প্রতিযোগিতায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর এর কর্মকর্তা সুমন আলী। এছাড়া উপস্থিত ছিলেন শোমসপুর বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্লু, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা আকবর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দস্তগীর দেওয়ান।
পরে বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষার্থীদের মাঝে থেকে বিতর্কে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।