হুমায়ুন কবির, কুষ্টিয়া : লেখাপড়ায় আত্মনিয়োগ করে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ি। পিতা মাতার আদর্শেই অনুপ্রাণিত হয়ে তাদের ঈশ্বর প্রতিফলনে নিজেদেরকে মাদক মুক্ত সমাজ গঠনে এগিয়ে আসলেই উন্নত বিশ্বের সুনাগরিক হিসেবে গড়ে ওঠা সম্ভব। আসুন আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে আত্মনিয়োগ করি। কুষ্টিয়ার খোকসা সরকারি কলেজের নবীন বরণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশিমুলক বক্তৃতায় প্রধান অতীতের বক্তব্যে খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস এ কথা বলেন।
মঙ্গলবার সকালে কলেজ মিলনায়তনে বিদ্যালয় এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ বেলাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা হাবিবুল্লাহ ও মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক।
উচ্চশিক্ষার শোপান খোকসা সরকারি কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এইচএসসি ব্যাজের নবীন বরণ অনুষ্ঠানে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ওয়াজেদ বাঙালির সার্বিক তত্ত্বাবধানে নবীন বরণ অনুষ্ঠানে বিদ্যালয় এর সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
মাধ্যমিকের স্তর পেরিয়ে উচ্চমাধ্যমিকে উচ্চতা ডিগ্রি অঞ্চলের এই সপানে সকল শিক্ষার্থীদেরকে স্বাগত জানানো হয়। মাদক সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে নিজেদেরকে সোচ্চার হয়ে আগামী উন্নত স্মার্ট বাংলাদেশের সারথী হিসেবে সকল শিক্ষার্থীদের কে গড়ে তুলতে উদার্থ আহ্বান জানানো হয়।
কলেজ গণ্ডিতে পা রেখে শিক্ষার্থীদের মধ্যে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। অত্যন্ত গ্রাম থেকে আগত এ সকল শিক্ষার্থীদের মধ্য থেকে রোমানা হায়দার একাদশ শ্রেণির শিক্ষার্থী বললেন , বাবা দ্বীনমজুর কৃষক অনেক কষ্ট করে আমাকে উচ্চশিক্ষার শিক্ষিত করার জন্য কলেজে পাঠিয়েছে। বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ বিনামূল্যে বই শিক্ষা উপকরণ ও সরকারের সহায়তায় আমার শিক্ষা কার্যক্রম যথারীতি পরিচালিত হচ্ছে। আমি আগামীতে দেশ ও মাতৃকায় সেবক হিসাবে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে চাই।
বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রামের ভ্যান চালক রেজাউলের ছেলে শরিফুল ইসলাম বললেন বাবা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া টাকা জোগাড় করিয়ে দেন আমি বাবার কষ্টের প্রতিদান দিতে পারে আপনারা সেই দোয়াই আমাকে করেন। কলেজ জীবনের প্রথম দিনেই শিক্ষকদের সকলের দোয়া চেয়েছেন। নিজেকে মানুষের মত মানুষ হিসাবে গড়তে পারি সেই দোয়াই আপনারা করবেন।
এমনও হাজারো স্বপ্ন নিয়ে উচ্চশিক্ষারের শিক্ষার্থীদের আজকের নবীন বরণ অনুষ্ঠান যেন একে অপরের মিলন মেলায় পরিণত হয়।
খোকসা সরকারি কলেজের নবীনবরণ কে কেন্দ্র করে এবং পবিনের এক মাইলবন্ধনে আনন্দ উচ্চশিত ও বিকশিত হয়ে ওঠে শিক্ষার আলো। পরে দেশ ও জাতির কল্যাণে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।