জন্মভূমি রিপোর্ট
সদ্য বিদায়ী মহানগর বিএনপর সভাপতি ও বিভাগীয় সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রাপ্ত বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জুর স্থান হয়নি বিভাগীয় গণসমাবেশের মঞ্চে।
এ বিষয়ে সমাবেশ শেষে শনিবার সন্ধ্যায় নজরুল ইসলাম মঞ্জু জানান, সমাবেশের সিদ্ধান্ত হওয়া থেকেই আমাদের সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যোগাযোগ হয়েছে। তিনি আমাদের সমাবেশে আশার জন্য আহবান জানিয়েছিলেন।
আমরা আমাদের বক্তব্যও তার কাছে তুলে ধরেছি। আমাদের নেতাকর্মীদের স্থান না দেওয়া হলে আমি আমার পদে পুনর্বহাল হতে পারিনা। তারা সে বিষয়ে আমাকে কিছু জানায়নি। এ কারণেই আমরা আমাদের মতন করে নেতাকর্মীদের সাথে নিয়ে মিছিল নিয়ে সমাবেশে গিয়েছি। সমাবেশের মঞ্চের সামনে ছিলাম। সমাবেশ শেষ করে আবার চলে এসেছি। আমাকে ডাকা হয়নি মঞ্চে এটা নেতারা বলবেন তারা কেন ডাকেননি। এ নিয়ে আমার কোন বক্তব্য নেই।
গণসমাবেশের মঞ্চে চেয়ার পেলেন না মঞ্জু
Leave a comment