ফুলবাড়ীগেট প্রতিনিধি : খুলনা গভ. ল্যাবরেটরি হাই স্কুলের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত। গতকাল ৭ জানুয়ারী বুধবার সকাল ১০টায় বিদ্যালয়ের খেলার মাঠ প্রঙ্গনে তৃতীয় শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীন বরণ এবং বেলা ১২টায় বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। তৃতীয় শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আবু হানিফের সভাপতিত্বে এবং দশম শ্রেণির শিক্ষার্থী রুকাইয়া সাইদুল সিথী ও সাবরিনা রহমানের (৮ম) যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস এম সাইফুজ্জামান, সনজয় কুমার মন্ডল, সহকারী শিক্ষক মোস্তফা যুবাইর আলম, শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা করেন আমির হামজা (৮ম), তামিমা মোস্তারিন বাবলী (৮ম), মোঃ ইসমাইল হোসেন নিরব(৮ম), নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা করেন মুনতাহা মাহরিন ও কাব্য কুন্ড। বেলা ১২টায় এস এস সি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তৃতা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস এম সাইফুজ্জামান, অরবিন্দ হালদার ও সনজয় কুমার মন্ডল, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা করেন রুকাইয়া সাইদুল সিথী, আনতারা ফাহামিদা, আরমান খান, তাসনিয়া কবীর তনীমা, নাতাশা ইসলাম আশা। এ সময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস এম জহুরুল ইসলাম, নবকুমার রায়, রিক্তা রানী রায়, এস এম তৈয়মুর রেজা, মোঃ সামছুর রহমান, সনজয় কুমার মন্ডল, প্রতিভা সাহা, সাইফুল্লাহ তারেকসহ বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।