জন্মভূমি ডেস্ক : গাজীপুরের সিলিন্ডারের গ্যাস থেকে লাগা আগুনের ঘটনায় মো. মুনসুর আলী আকন্দ (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১৬ মার্চ) সকালে তার মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুজনে।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তার শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।
রাজশাহী জেলার, বগুড়া শিবগঞ্জ উপজেলার সালদাহ উত্তরপাড়া গ্রামের আফছার আলী আকন্দ। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। বর্তমানে কালিয়াকৈরে টপ স্টার নামক এলাকায় থাকতেন। ঘটনার সময়ে তিনি কাজ শেষে বাসায় ফিরছিলেন। তার স্ত্রীর নাম দিনা আক্তার দুই মেয়ের জনক ছিলেন তিনি।
এর আগে শুক্রবার (১৫ মার্চ) সকাল ১০টায় মো. সোলেমান মোল্লা (৪৫)। চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে ২৯ জন চিকিৎসাধীন রয়েছেন।
তার আগে আগে ১৩ মার্চ সন্ধ্যা পৌনে ৬টার দিকে কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে কমপক্ষে দগ্ধ হন ৩৫ জন।