ফুলবাড়িগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গিলাতলা দক্ষিণপাড়ায় মাদক কারবারির বাড়িতে অভিযান পরিচালনা করে ২শ’ গ্রাম গাঁজাসহ খানজাহান আলী থানা পুলিশ শীর্ষ মাদক ব্যবসায়ী সাগর শেখকে গ্রেফতার করেছে। পুলিশের হাতে গ্রেফতার হওয়া সাগর গিলাতলা দক্ষিণ পাড়ার হানিফের পুত্র। খানজাহান আলী থানার ওসি মো: কামাল হোসেন খানের দিকনির্দেশনা মোতাবেক শুক্রবার বিকাল ৪টায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মাদক কারবারী সাগরকে গ্রেফতার করে। খানজাহান আলী থানা পুলিশ বিভিন্ন স্থানেই প্রতিনিয়ত করছে মাদক বিরোধী অভিযান। এতে অনেকাংশেই গ্রেফতার হচ্ছে ছিচকে মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীসহ চিহ্নিতরাও। কিন্তু ধরা ছোয়ার বাইরে ছিল চিহ্নিত এই মাদক কারবারী ও একাধিক মামলার আসামি সাগর (৩৫)। সাগর এর পিতা হানিফ, মাতা শাবানা বেগম, তার আপন ভাই, মামা শহিনসহ পরিবারের সকলেই মাদক কারবারির সাথে জড়িত। এছাড়া তাদের সকলের নামে রয়েছে মাদক মামলা।
প্রসঙ্গত, গত বছর ৫শ’ গ্রাম গাঁজাসহ নগর গোয়েন্দা পুলিশের একটি টিম সাগরকে হাতেনাতে গ্রেফতার করে। এছাড়ার সাগর একটি মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি। সে উচ্চ আদালত থেকে জামিনে এসে নিজ এবং ১০ থেকে ১২ জনের একটি কিশোর বাহিনী দিয়ে সুকৌশলে মাদক ব্যবসা করে আসছে। এলাকাবাসীর দাবি অতিদ্রæত কিশোর মাদক কারবারিদের আইনের আওতায় আনা হোক। দির্ঘদিন ধরে মাদকের কারবার চালিয়ে আসলেও থানা পুলিশ মাদকসহ গ্রেফতার করেছে এমন খবরে তার নিজ এলাকাতে মিষ্টি বিতরণ করেছেন এলাকার সাধারণ মানুষ।