জন্মভূমি ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকাগামী ইমাদ পরিবহন নামের একটি যাত্রীবাহি বাস গাড়ীর চাপায় মধ্যে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর মুকসুদপুর উপজেলার পুরাতন মুকসুদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ী মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কুলাকুনা গ্রামে। সে ওই গ্রামের মৃত মোমিন কারিকরের স্ত্রী। তার নাম পাচি বেগম।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম জানিয়েছেন, দুপুর ১২ টার পর নিহত পাচি বেগম (৭০) রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী ইমাদ পরিবহন নামে একটি যাত্রীবাহি বাস গাড়ী তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাড়ীটি পলাতক রয়েছে।