গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জ শহরের শেখ রাসেল শিশু পার্কে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। এর পর গোপালগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে সার্কিট হাউস থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। র্যালী শেষে ‘শেখ রাসেল দীপ্তময় নির্ভিক নির্মল দুর্জয়’ এই প্রতিপাদ্যে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের অডিটরিয়ামে শেখ রাসেল দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জের পুলিশ সুপার আলবেলী আফিফা, জেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারন সম্পাদক জিএম সাহবুদ্দিন আজম বক্তব্য রাখেন। এছাড়া গোপালগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল, গোপালগঞ্জ পৌর মেয়র শেখ রকিব হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন, জেল সুপার আল মামুন, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সিদ্দিক সিকদার উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

Leave a comment