গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে ২২ বিএনসিসি ব্যাটালিয়নের ৮ দিনের ব্যাটালিয়ন ক্যাংম্পিং এর সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর সুন্দরবন রেজিমেন্ট খুলনার তত্ত্বাবধয়নে বুধবার দুপুরে শহরের শেখ কামাল স্টেডিয়ামে চুড়ান্ত প্যারেড শেষে ক্যাডেটদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।
ক্যাপম্পিং-এ অংশ নেয় গোপালগঞ্জ, বাগেরহাট, মাদারীপুর, শরীয়তপুর, ঝালকাঠী ও পিরোজপুর জেলার স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মোট ২২টি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলির ২৫০ জন ক্যাডেটকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশের দ্বিতীয় সারির প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে প্রশিক্ষিত সেচ্ছাসেবক ও দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলাসহ সামরিক ও অসামরিক প্রশিক্ষণ দেয়া হয়।
গোপালগঞ্জে বিএনসিসি ব্যাটালিয়নের ক্যাংম্পিং এর সমাপনি
Leave a comment